English

16 C
Dhaka
শনিবার, জানুয়ারি ২৫, ২০২৫
- Advertisement -

দেশ গভীর অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকটে: মির্জা ফখরুল

- Advertisements -

কূটনীতিকদের সম্মানে ইফতার ও দোয়া কর্মসূচি পালন করেছে বিএনপি। রবিবার রাজধানীর গুলশানের হোটেল ওয়েস্টিনে এই কর্মসূচি পালন করা হয়। এতে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনের কর্মকর্তারা অংশ নেন।

এদিন গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের পর প্রথম দলীয় কোনো প্রকাশ্য কর্মসূচিতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইফতারপূর্ব বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ গভীর অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকটে রয়েছে। এমন অবস্থায় গত ৭ জানুয়ারি দেশে এক তরফা নির্বাচন হয়েছে। যেখানে বিরোধী দলগুলো অংশ নেয়নি।

সরকারের পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে বিএনপি।

চলমান সংকট নিরসনে গণতান্ত্রিক বিশ্বকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি ফিলিস্তিনে গণহত্যা বন্ধে ভূমিকা রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান বিএনপির এই শীর্ষ নেতা।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন