প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘খালেদা জিয়া বলেছিলেন, আওয়ামী লীগ কোনোদিন পদ্মা সেতু নির্মাণ করতে পারবে না। আজ দেখে যান পদ্মা সেতু নির্মাণ হয়েছে কি না?’
পদ্মা সেতুর উদ্বোধনের পর আজ শনিবার দুপুরে মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ঘাটে জনসভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘আর আপনাদের কষ্ট করতে হবে না। এই পদ্মা নদী পার হতে গিয়ে আর কারোর সন্তান হারাতে হবে না।’
এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আজকে সবার মুখে আনন্দের হাসি আর বিএনপির মুখে হাসি নেই।
তিনি বলেন, বঙ্গবন্ধুর বীর কন্যা আপস করেননি। সকল বাধা অতিক্রম করে তিনি জানিয়ে দিয়েছেন বাঙালি বীরের জাতি। আমরা অপমানের প্রতিশোধ নিয়েছি। তিনি বলেছিলেন, আমি কারো কাছে মাথানত করব না। আমি পদ্মা সেতু করবই। তিনি তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন।’