English

24 C
Dhaka
রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
- Advertisement -

তৃণমূল বিএনপির চেয়ারম্যান হচ্ছেন সেলিমা হুদা

- Advertisements -

প্রয়াত ব্যারিস্টার নাজমুল হুদার প্রতিষ্ঠিত রাজনৈতিক দল তৃণমূল বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাচ্ছেন তার মেয়ে ব্যারিস্টার অন্তরা সেলিমা হুদা।

শুক্রবার (৫ মে) দলটির একটি সূত্রে এ তথ্য জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক দলটির একজন নেতা বলেন, দলের বৈঠকে সবাই চেয়েছিল নাজমুল হুদার জায়গায় তার সহধর্মিণী সিগমা হুদা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হোক। কিন্তু তিনি বলেছেন- ‌‘আমার স্বামী যেহেতু বেঁচে থাকতে তা হয়নি, তাই আমার চাওয়া আমি বেঁচে থাকতে মেয়ে বাবার প্রতিষ্ঠিত দলের চেয়ারম্যান হোক।’

এদিকে নাজমুল হুদার প্রেস সচিব তারেক হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২২ মার্চ এক জরুরি সভা ও শুক্রবার সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী দলের চেয়ারম্যান পদটি পূরণ করা হয়। শনিবার দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নাম প্রকাশ করা হবে। এতে তৃণমূল বিএনপির ঊর্ধ্বতন নেতারা উপস্থিত থাকবেন।

প্রসঙ্গত, নাজমুল হুদা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় গত ১৬ ফেব্রুয়ারি তৃণমূল বিএনপিকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)। দলটি প্রতীক হিসেবে পাচ্ছে ‘সোনালি আঁশ’।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন