আগামী ডিসেম্বরে শেখ হাসিনার ডাকে খেলা হবে বলে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক যোগাযোগ সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করতে গিয়ে তিনি এ আহ্বান জানান।
১৭ মিনিটের বক্তব্যে ওয়ায়দুল কাদের বেশ কয়েকবার ‘খেলা হবে’ শব্দ দুটি উচ্চারণ করেন। হাজার হাজার উপস্থিতি এ শব্দ দুটি বেশ উপভোগ করেন।
নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে আয়োজিত সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, ‘খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে। খেলা হবে তারেকের বিরুদ্ধে। খেলা হবে নির্বাচনের। খেলায় ফাউল করলে লাল কার্ড দেখানো হয়। বিএনপি বেশি লাফালাফি করছে। জনগণ বিএনপিকে লাল কার্ড দেখাবে। ’
ওবায়দুল কাদের তাঁর বক্তব্যে নেতাকর্মীদের উজ্জীবিত করতে নিজেই স্লোগান ধরেন- ‘শেখ হাসিনার সরকার, আরেকবার দরকার। ‘ নৌকা ও শেখ হাসিনা স্লোগানে মুখরিত হয় স্টেডিয়াম এলাকা।
এ রিপোর্ট লেখার সময় সম্মেলনের কার্যক্রম চলছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।