রাজধানীর নয়াপলটন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংগঠিত হয়েছিলেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা রঙে উপস্থিত হন নেতাকর্মীরা। এ সময় একজনকে দেখা যায় জিয়াউর রহমান সেজে এসেছেন।
জিয়াউর রহমানের মতোই চোখে চশমা, মাথায় ক্যাপ ও টি-শার্টের ওপরে গলায় একটি লকেট পরেন। সেই সঙ্গে খাকি রঙের প্যান্ট ও পায়ে বুট। একনজর দেখলেই মনে হবে যেন সত্যিই জিয়া। তার এই লুকের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এই কর্মী জিয়া সেজে আসতে বিন্দুমাত্র চেষ্টার ত্রুটি করেননি সেটা বোঝা যাচ্ছে। ওই কর্মী গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেন, ‘আজ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী। আমি জিয়াউর রহমানকে ভালোবাসি, তাই আমি জিয়াউর রহমান সেজে এসেছি। ’
তিনি রাজধানীর মিরপুর এলাকা থেকে এসেছেন বলে জানান।
এদিকে বিএনপি ক্ষমতায় এলে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে নতুন কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বৃহস্পতিবার দুপুরে শেরেবাংলানগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর বিএনপি মহাসচিব এ ঘোষণা দেন।