English

26 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

জামায়াত আমির: রাষ্ট্র সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে

- Advertisements -

রাষ্ট্র সংস্কারের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছে। শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টে ফ্যাসিবাদের দোসররা অপচেষ্টা চালাচ্ছে। ছাত্র-জনতার অভ্যুত্থান রক্ষায় দেশবাসীকে সোচ্চার ও যে কোনো পরিস্থিতি মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে। প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে ১২ দলীয় জোটের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের ঐক্যকে আরও দৃঢ় মজবুত করতে হবে। একটা ষড়যন্ত্রের সময় অতিবাহিত করছি।

সভায় গণহত্যার বিচার, পাচারকৃত টাকা ফেরত আনা, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করা হয়। বলা হয়, স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য বৈষম্যহীন, সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতিষ্ঠা প্রয়োজন। ফ্যাসিবাদী সরকারের কর্তাব্যক্তি, দলীয় সশস্ত্র সন্ত্রাসীদের হত্যাযজ্ঞের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। বিগত সরকারের অপকর্মের মদদদাতা কর্মকর্তাদের অপসারণ করে সৎ, দক্ষ ও পেশাদার কর্মকর্তাদের নিয়োগ দিতে হবে।

সভায় ১২ দলীয় জোটপ্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারসহ জোটভুক্ত দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, আ.ন.ম. শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ জামায়াতের জ্যেষ্ঠ নেতারাও ছিলেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন