English

20 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

জাতি আজ টিসিবির ট্রাকের পিছনে: সংসদে এমপি মোশারফ

- Advertisements -

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন বলেছেন, শুধু সাধারণ মানুষ নয়, পুরো জাতি আজ টিসিবির ট্রাকের পিছনে। টিসিটি কারা নিয়ন্ত্রণ করছে? কাদের কে দায়িত্ব দেয়া হচ্ছে? কাদের লাইসেন্স দেয়া হচ্ছে? এসব বিষয় যদি না লক্ষ্য করা হয়, তাহলে সেটি অবশ্যই হতাশাজনক।

মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে আলোচনা হয়। এসময় একটি বিল পাসের ওপর আলোচনাকালে বিএনপির এই সংসদ সদস্য এসব কথা বলেন।

মোশারফ হোসেন বলেন, জবাবদিহিতা না থাকার কারণে আজকে যাচ্ছেতাই অবস্থা। আমার নির্বাচনী এলাকা (কাহালু-নন্দীগ্রাম) এর মানুষ বিদ্যুতের জন্য হাহাকার করছে। মানুষ ফেসবুকে প্রতিবাদ জানিয়ে লিখছে যে সারা দিন বিদ্যুৎ না থাক তবুও ইফতার থেকে শুরু করে সেহরি পর্যন্ত যেন বিদ্যুৎ থাকে। জবাবদিহিতা না থাকার কারণে এমনটি হচ্ছে।

তিনি বলেন, কারওয়ান বাজার আসা পর্যন্ত জিনিসপত্রের দাম ঠিক থাকে। শুধু বাজার মনিটরিং না থাকার কারণে যে যার অবস্থা থেকে দাম বাড়িয়ে ফেলছে। একজন বাবা আক্ষেপ করে বলছেন, আহা কতদিন যেন সন্তানের মুখে একটু গরুর মাংস তুলে দিতে পারছি না।

তিনি আরও বলেন, বলা হচ্ছে আয় বেড়েছে, গ্রামের সাধারণ মানুষদের খোঁজ-খবর কখন ও কি রেখেছেন? একটা সাধারণ মানুষ ৭/৮ টা সমিতি থেকে ঋণ নিয়েছে। কতটা কষ্টে তাদের জীবন, একবারও কি খোঁজ নিয়েছেন? বাজার মনিটরিং করতে হবে এবং সাধারণ মানুষদের খোঁজ-খবর নিতে হবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন