দুর্নীতি-লুটপাটতন্ত্র কায়েম করে সরকার দেশকে ফোকলা করে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ এখন আওয়ামী দুঃশাসনের দুর্বৃত্তায়নের দখলে। কাগজে-কলমে অসংখ্য কোটিপতির কথা বলা হলেও দেশে বুভুক্ষু মানুষের দীর্ঘ লাইন। সন্তান বিক্রি করে হাসপাতালের বিল পরিশোধ করছে।
তিনি বলেন, বর্তমান ভোটারবিহীন সরকার বির্তকিত আড়িপাতা যন্ত্র কিনে বছরের পর বছর ধরে বিরোধী দল কিংবা ভিন্নমতের মানুষের ব্যক্তিগত ফোনাআল রেকর্ড করে আসছে। এরপর নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করতে অবৈধভাবে রেকর্ড করা ফোনালাপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে তার ভিত্তিতে কাউকে গ্রেপ্তার কিংবা মিডিয়া ট্রায়াল করে সরকার।
সরকার নিজেদের পাতা ফাঁদে নিজেরাই ধরা পড়েছে মন্তব্য করে তিনি বলেন, আসলে রাষ্ট্র কে চালাচ্ছে সেটি নিয়ে জনমনে বড় প্রশ্ন দেখা দিয়েছে। ফাঁস হওয়া ফোনালাপে, নিশিরাতের সরকারের দুই মন্ত্রী আর দুই উপদেষ্টার দুর্নীতির সঙ্গে সরাসরি জড়ি থাকার প্রমাণ গোটা দেশের জনগণের সামনে স্পষ্ট।