চলতি বছরের মাঝামাঝিতে জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান উপস্থিত ছিলেন।
তিনি বলেন, নির্বাচনের জন্য ভোটার তালিকা এক মাসের মধ্যে করা সম্ভব। জাতীয় সংসদ নির্বাচন এ বছরের মাঝামাঝিতে করা সম্ভব।
জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন প্রশ্নেই আসে না বলেও মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, এর ফলে জাতীয় নির্বাচনের আরো দেরি হবে।
গতকাল সোমবার রাতে অনুষ্ঠিত বিএনপির নীতিনির্ধারণী পর্ষদ জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার পরিকল্পনা জানানোর পর বিএনপি গতকাল বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছে।