দেশের শক্তিমান অভিনেতা ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এটিএম শামসুজ্জামান-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। আজ এক শোকবার্তায় প্রয়াত অভিনেতা এটিএম শামসুজ্জামান-এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।
শোকবার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, ষাটের দশক থেকে অনবদ্য অভিনয়ে এটিএম শামসুজ্জামান আনন্দ দিয়েছেন দর্শকদের। বিভিন্ন ধরনের চরিত্র ফুটিয়ে তুলতে অসামান্য দক্ষতা ছিলো তাঁর। চলচ্চিত্র, টেলিভিশন এবং মঞ্চে এটিএম শামসুজ্জামান ছিলেন অনবদ্য। এটিএম শামসুজ্জামান-এর মৃত্যুতে সাংস্কৃতিক কর্মীরা এক অকৃত্রিম অভিভাবককে হারালো।
দেশের শক্তিমান অভিনেতা ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এটিএম শামসুজ্জামান-এর মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, জাতীয় সাংস্কৃতিক পার্টির আহবায়ক শেরিফা কাদের ও সদস্য সচিব আলাউদ্দিন আহমেদ।