বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপির তালাকপ্রাপ্ত তৈমুর আলম খন্দকার এখন বন্য হাতিতে পরিণত হয়েছেন। তিনি ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। তাকে কেউ ভোট দিবেন না। তৈমুর আলম দাবি করেন, তৈমুর বিএনপির না, তাহলে তিনি কে? নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষ্যে নাসিকের ১, ২, ৩, ও ৪ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকায় আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য আব্দুর রহমান মালেক এমপি, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইয়াছিনমিয়াসহ আরো অনেকে।
এসময় নানক আরো বলেন, চুলচেড়া বিশ্লেষণ করেই ডা: সেলিনা হায়াৎ আইভীকে নারায়ণগঞ্জ সিটি করেপোরেশনের মেয়র প্রার্থীর মনোনয়ন দেওয়া হয়েছে। লক্ষাধিক ভোট বেশি পেয়ে তিনি আবারো নির্বাচিত হবেন।
ডা: সেলিনা হায়াৎ আইভীর বিরোধীদের উদ্দেশ্য করে জাহাঙ্গীর কবির নানক বলেন, শেখ হাসিনাকে নেতা মানবেন, তার নির্দেশ মানবেননা এমন কোন ব্যক্তি আওয়ামীলীগের নেতা হতে পারেনা।