আগামী শনিবার রাজধানী ঢাকায় কালো পতাকা মিছিল করার ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি।আজ বৃহস্পতিবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী দলের পক্ষ থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে যোগযোগ করেছিলেন। তাকে পুলিশ বলেছেন, করেন। অর্থাৎ পুলিশ কালো পতাকা মিছিল করার ব্যাপারে মৌখিকভাবে অনুমতি দিয়েছেন।
আগামীকাল শুক্রবার সব জেলা সদরে এবং পরদিন ২৭ জানুয়ারি শনিবার সব মহানগরে কালো পতাকা মিছিল করবে বিএনপি। ৭ জানুয়ারির নির্বাচনের পর এটাই দলটির প্রথম কোনো কর্মসূচি।
রাজধানী ঢাকায় মিছিল সফল করতে বিভাগের সব জেলা ও মহানগরের শীর্ষ নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক হয়েছে। বৈঠকে অংশগ্রহণ করা নেতারা বলেন, শান্তিপূর্ণ এ কর্মসূচি সফল করতে দলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে ২৮ অক্টোবরের পর ঢাকায় বড় জমায়েত ঘটাতে চায় দলটি।
একই কর্মসূচি করার সিদ্ধান্ত নিয়েছে যুগপৎ আন্দোলনে যুক্ত বিভিন্ন রাজনৈতিক দল। নিত্যপ্রয়োজনীয় পণ্যের চড়া দাম, কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি, অবৈধ সংসদ বাতিল ও সরকারের পদত্যাগসহ এক দফা দাবিতে এই কালো পতাকা মিছিল করবে বিএনপি।