English

17 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

করোনায় আক্রান্ত: নিজ বাসভবনে আইসোলেশনে শাজাহান খান

- Advertisements -

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক নৌপরিবহন মন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে মাদারীপুরের নিজ বাসভবনে আইসোলেশনে আছেন তিনি।

সোমবার (৩১ জানুয়ারি) রাত ৯টার দি‌কে বিষয়টি নিশ্চিত করেন মাদারীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকরামুল হোসেন।

পরিবা‌রের বরা‌ত দিয়ে ডা. ইকরামুল ‌হো‌সেন ব‌লেন, বেশ কয়েকদিন ধরে শাজাহান খান মাদারীপুর নিজ বাসভবনে অবস্থান করছেন।

গত দু’দিন ধরে তার ঠাণ্ডাজনিত সমস্যা দেখা দেয়। পরে শনিবার জেলা স্বাস্থ্য বিভাগের লোকজন তার বাসভবনে গিয়ে করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে। অ্যান্টিজেন পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। বর্তমানে তিনি মাদারীপুরের নিজ বাসভবনেই অবস্থান করছেন।

ডা. ইকরাম হোসেন বলেন, শাহাজান খানকে ১০ দিন আইসোলশনে থাকতে বলা হয়েছে। তবে তার শারীরিক অবস্থা বেশ ভালো রয়েছে। তার সঙ্গে কাউকে সরাস‌রি দেখা কর‌তে নি‌ষেধ করা হ‌য়ে‌ছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন