English

21 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
- Advertisement -

এ রকম একটা দল জাতির জন্য সবচেয়ে বড় সমস্যা: মির্জা ফখরুল

- Advertisements -

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‌‘মাত্র ১১ মিনিটে গণতন্ত্র ধ্বংস করে আওয়ামী লীগ একদলীয় সরকার বাকশাল প্রতিষ্ঠা করেছিল। আওয়ামী লীগ কোন মুখে গণতন্ত্রের কথা বলে?’

আজ রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ইউট্যাবের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৩তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা হয়। জিয়াউর রহমানের ওপর দুইটি প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক গোলাম হাফিজ কেনেডি, অধ্যাপক কামরুল আহসান ও অধ্যাপক তৌফিকুল ইসলাম।

মির্জা ফখরুল বলেন, ‘তাদের (আওয়ামী লীগের) গণতন্ত্র নিয়ে কথা বলার কোনো অধিকার নেই। তারা সবসময় গণতন্ত্রকে ধ্বংস করেছে। গণতন্ত্রকে তারা সহ্য করতে পারে না। অন্য মতকে তারা সহ্য করতে পারে না। তারা পরামর্শ সহ্য করতে পারেন না। এ রকম একটা দল জাতির জন্য সবচেয়ে বড় সমস্যা।’

তিনি বলেন, ‘এই দল যদি তাদের চিন্তাভাবনা না বদলাতে পারে, তাহলে এ দেশে গণতন্ত্র তো থাকবেই না, দলও থাকবে না, দেশও থাকবে না।’

ইউট্যাবের সভাপতি অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক মো. রইছ উদ্দীনের সঞ্চালনায় আলোচনা সভায় সাবেক এমপি ফজলুল হক মিলন, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্যসচিব কাদের গণি চৌধুরী, এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক সিদ্দিকুর রহমান খান, ইউট্যাবের অধ্যাপক লুৎফুর রহমান, অধ্যাপক আবদুর রশীদ, অধ্যাপক শামসুল আলম সেলিম, অধ্যাপক আখতার হোসেন, অধ্যাপক হাবিবুর রহমান, অধ্যাপক আলীমুর রহমান, অধ্যাপক আমজাদ হোসেন প্রমুখ বক্তব্য দেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন