আগামী ২০ মার্চ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টি বোর্ড।
আজ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ এসব কর্মসূচির কথা জানান।
কর্মসূচীর মধ্যে রয়েছে ১মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত প্রতিদিন রংপুর পল্লীনিবাসে কোরআান খতম, দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হবে। আগামীকাল হাইকোর্ট মাজারে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে। এছাড়া ১৯ মার্চ বারিধারাস্থ প্রেসিডেন্ট পার্কে দিনব্যাপী কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
একই স্থানে ২০ মার্চ এরশাদের জন্মদিন উপলক্ষে এক স্মরণসভা অনুষ্ঠিত হবে। সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। সভা শেষে কেক কাটা হবে। ২১ মার্চ সারাদেশে সকল মসজিদ ও উপাসনালয়ে দোয়া ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।