সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে বিএনপিসহ সমমনাদের যুগপৎ আন্দোলন কর্মসূচি চলমান রয়েছে। যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে আগামী ৪ঠা ফেব্রুয়ারি দেশের সকল বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ করবে বিরোধী দলগুলো। এর আগে ঢাকায় পদযাত্রা কর্মসূচি পালন করতে চায় বিএনপি। এরই মধ্যে পদযাত্রার দিনক্ষণ ও স্থান নির্ধারণ করেছে দলটি। গতকাল রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেন।
গণতন্ত্র পুনরুদ্ধার এবং ১০ দফা দাবি আদায়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এ কর্মসূচি পালন করবে বলে জানান দলটির মহাসচিব। ২৮শে জানুয়ারি মহানগর উত্তর বিএনপি ঢাকার বাড্ডা এলাকা থেকে মালিবাগের আবুল হোটেল পর্যন্ত এবং ৩১শে জানুয়ারি গাবতলী থেকে মাজার রোড় হয়ে মিরপুর ১০ নম্বর গোল চত্বর পর্যন্ত পদযাত্রা করবে। একইভাবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ৩০শে জানুয়ারি যাত্রাবাড়ী থেকে শ্যামপুর পর্যন্ত এবং ১লা ফেব্রুয়ারি মুগদা থেকে মালিবাগ পর্যন্ত পদযাত্রা করবে। প্রতিটি পদযাত্রা বেলা দু’টায় শুরু হবে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন মির্জা ফখরুল। ঢাকার এই পদযাত্রা সফল করতে বিএনপি মহাসচিব দলটির কেন্দ্রীয় নেতা ও মহানগর বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।
মির্জা ফখরুল ইসলাম বলেন, এই কর্মসূচি অত্যন্ত শান্তিপূর্ণভাবে সমাপ্ত হবে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যদিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি আরও বেগবান হবে। তিনি বলেন, বিএনপি’র শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালানো হচ্ছে। নিম্ন আদালত সরকারের নিয়ন্ত্রণে চলছে। হাইকোর্ট থেকে জামিন নিয়ে নিম্ন আদালতে গেলে, হাইকোর্টের রায় খারিজ করে নেতাকর্মীদের কারাগারে পাঠিয়ে দেয়া হয়। এতে প্রমাণ হয় নিম্ন আদালত সরকারের নিয়ন্ত্রণে চলছে। নির্যাতন, নিপীড়ন ভয়াবহ পর্যায়ে নিয়ে গেছে এই সরকার। তিনি আরও বলেন, বিএনপি’র আন্দোলন নিয়ে আওয়ামী লীগ নেতারা যাই বলুক, তাদের কথার উত্তর দিতে রুচিতে আটকায়, তাদের ও সরকারের বক্তব্যের জবাব দেয়া হবে রাজপথে। যারা দিনের ভোট রাতে করে যারা ১৫৪ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা দেয়, তাদের মুখে বিএনপি’র নেতৃত্ব ও গণতান্ত্রিক আন্দোলন নিয়ে কথা বলা মানায় না। তারা লজ্জা-শরমহীন।
পদযাত্রা নিয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এই মুহূর্তে বিএনপি ঢাকা মহানগর উত্তর দক্ষিণ এ কর্মসূচি পালন করবে। তবে যুগপৎভাবে আমরা সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবো, আলোচনা করে তারা যদি থাকতে চায় কর্মসূচিতে তারাও থাকবে। দলের অন্য অঙ্গ-সহযোগী সংগঠনগুলোও কর্মসূচিতে মাঠে নামবে। ৪ঠা ফেব্রুয়ারি বিভাগীয় সমাবেশ কর্মসূচি অব্যাহত থাকবে। সংবাদ সম্মেলনে মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক আমানউল্লাহ আমান, মহানগর দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক আবদুস সালাম, উত্তরের সদস্য সচিব আমিনুল হক, দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুর সালাম আজাদ ও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস উপস্থিত ছিলেন।