English

20 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

এখন লড়তে হবে ফ্যাসিবাদের প্রেতাত্মাদের বিরুদ্ধে: মাহমুদুর রহমান

- Advertisements -

ফ্যাসিবাদের প্রেতাত্মারা এখনো আছে মন্তব্য করে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড. মাহমুদুর রহমান বলেছেন, ‘প্রেতাত্মাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। সংবাদপত্র যেন সত্য কথা তুলে ধরতে পারে সেজন্য সরকারকে সহযোগিতা করতে হবে।’

আজ শুক্রবার সকালে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে তিনি এসব কথা বলেন।

সংবিধান সংশোধনের ব্যাপারে মহামুদুর রহমান বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধান সংশোধনের ম্যান্ডেড নেই। তারা প্রস্তাব তৈরি করছে। এই প্রস্তাব গ্রহণ করবে পার্লামেন্ট- অর্থাৎ জনগণ এবং সেটা আগামী সংসদ ঠিক করবে।’

সংস্কারের ব্যাপারে জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, ‘সংস্কার অনেক দরকার। সে ক্ষেত্রে দেশের সংস্কার করতে গিয়ে যেন গভর্ন্যান্সের ক্ষতি না হয় এবং শাসনতন্ত্র ঠিকমতো হচ্ছে কি না সেটাও দেখার বিষয়।’

এ সময় ছাত্র আন্দোলনে আহতদের আন্দোলন করতে হচ্ছে কেন সে প্রশ্নও রাখেন তিনি। এ সময় তিনি একসঙ্গে সংস্কার ও রাষ্ট্র পরিচালনায় মনোযোগ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন আমার দেশ পত্রিকার বার্তা সম্পাদক জাহেদ চৌধুরী।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন