বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা হচ্ছেন একজন রুচিহীন মানুষের উদাহরণ।
শুক্রবার সকালে পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, নির্বাচনে ২২ শতাংশ ভোট পড়ার মানে জনগণ নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। চট্টগ্রাম সিটি নির্বাচনে কেন্দ্র থেকে বিএনপির সকল এজেন্টকে বের করে দিয়ে একটি তামাশার নির্বাচন করা হয়েছে।
এছাড়া ইভিএমকে প্রতারণা ও জালিয়াতির মেশিন উল্লেখ করে বিএনপি নেতা বলেন, ইভিএম-এ ভোট করে লাভবান হয় বলেই ইসি এই যন্ত্র ব্যবহার করছে।
দুর্নীতি নিয়ে টিআইবি’র করা প্রতিবেদনে বাংলাদেশ আরও দুইধাপ পিছিয়ে পড়া দেশের জন্য লজ্জাজনক বলেও মন্তব্য করেন রিজভী।