বিকল্পধারার যুগ্ম-মহাসচিব মাহি বদরুদ্দোজা চৌধুরীর (মাহি বি চৌধুরী) মনোনয়ন বাতিল করা হয়েছে। তিনি মুন্সিগঞ্জ-১ আসনে প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র তুলেছিলেন।
রোববার (৩ ডিসেম্বর) যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন তার মনোনয়ন বাতিল করেন। তিনি জানান, ঋণ খেলাপের অভিযোগে মাহি বি চৌধুরীর মনোনয়ন বাতিল করা হয়।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত মাহি বি চৌধুরীর কোন বক্তব্য জানা যায়নি।
মাহি বি চৌধুরী ২০১৮ সালের সাধারণ নির্বাচনে বিকল্পধারা থেকে মুন্সীগঞ্জ-১ আসন থেকে মোয়াজ্জেম হোসেনকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।