আলিফা আরিফা, গাজীপুর প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা দশম বারের মতো সভাপতি এবং গাজীপুরের সংসদ সদস্য, সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় আজ গাজীপুরের কালীগঞ্জে আনন্দ র্যালী বের করা হয় ।
এতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি আনন্দ র্যালীটির নেতৃত্ব দেন।
উপজেলার নাগরী ইউনিয়নের শহিদ ময়েজ উদ্দিন চত্বর থেকে শুরু করে আনন্দ র্যালীটি কালীগঞ্জের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।
আনন্দ র্যালীটিতে অন্যান্যদের মধ্যে ,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আবু বক্কর চৌধুরী কালীগঞ্জ উপজেলার চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন পলাশ,কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র এস এম রবীন হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম,পৌর আওয়ামী লীগের উপদেষ্টা মোঃ ইব্রাহিম খন্দকার, বাংলাদেশের আওয়ামী যুবলীগের সভাপতি এস এম আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক, কাজী হারুন অর রশিদ টিপু, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ রফিকুল সিজু,সাধারণ সম্পাদক কাজী ফরহাদ, উপজেলা আওয়ামী শ্রমিক লীগের সভাপতি মেরাজুল করিম (হামী ম), নির্বাহী সদস্য মোঃ মুক্তাদির হোসেন,কৃষক লীগের সভাপতি কাদের নেওয়াজ, মহিলা লীগের সভাপতি জুয়েনা আহমেদ, সাধারন সম্পাদক শানাজ পারভিন,যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্না বাদল,সাংগঠিনক সম্পাদক,শিখা বেগম,ইয়াসমিন বেগম,কালীগঞ্জ পৌর আওয়ামী যুব লীগের সভাপতি বাদল হোসেন ভূইয়া, সাধারণ সম্পাদক আশরাফী রেজাউর রহমান খোকন, সহ সভাপতি লোকমান হোসেন (পনির) উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর মোল্লা, সাধারন সম্পাদক মোঃ ওয়াহিদ হাসান, কালীগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি আলী আল রাফু (অমিত),সাধারণ সম্পাদক সাধমান সাকিব (আলভি) এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান, নির্বাচনি এলাকার আওয়ামী লীগ,সাংবাদিক নেতা এমএ সালাম শান্ত ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,বিভিন্ন ইলেকট্রনিক ও পিন্ট মিডিয়ার কর্তব্যরত সাংবাদিক গন, এবং সর্বস্তরের জনতা র্যালীতে অংশগ্রহণ করেন।