পাকিস্তানের আসন্ন নির্বাচনে দুটি আসনে পাাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। পাঞ্জাবের রাজধানী লাহোর এবং নিজ শহর মিয়ানওয়ালি থেকে নির্বাচন করতে চেয়েছিলেন দেশটির সাবেক এই প্রধানমন্ত্রী। শনিবার (৩০ ডিসেম্বর) তার মনোনয়নপত্র বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন প্রাদেশিক নির্বাচন কমিশনের কর্মকর্তারা।
জিও নিউজ জানিয়েছে, পাকিস্তানে ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে লড়ার জন্য লাহোরের এনএ-১২২ এবং মিয়ানওয়ালির এনএ-৮৯ নির্বাচনী আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ইমরান খান। কিন্তু দুটি মনোনয়নপত্রই বাতিল করা হয়েছে।
এমনিতেই মামলা-মোকদ্দমায় জেরবার পিটিআই। চেয়ারম্যান ইমরান খান, ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কোরেশিসহ দলটির বেশিরভাগ জ্যেষ্ঠ নেতা বর্তমানে কারাগারে রয়েছেন। এ অবস্থায় দলীয় প্রধানের মনোনয়নপত্র বাতিল পিটিআই’র জন্য অনেক বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।