English

30 C
Dhaka
সোমবার, মার্চ ৩১, ২০২৫
- Advertisement -

আ. লীগকে কি নিষিদ্ধ করা উচিত, যা বললেন পার্থ

- Advertisements -

বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ নেই। তিনি বলেন, আমি এখনো বিশ্বাস করি আওয়ামী লীগের রাজনীতি করার নৈতিক কোনো অধিকার নাই। যেই পর্যন্ত আওয়ামী লীগ অনুশোচনা না করে, ক্ষম না চায় এবং তাদের বিচার না হয়।

সম্প্রতি ঢাকায় এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

পার্থ বলেন, বিএনপি চায় আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য। আমি বুঝি রাজনীতিবিদ হিসেবে বিএনপি আওয়ামী লীগকে চাইতেই পারে। না হলে আওয়ামী লীগকে আবার পরে বলবে- আমাদেরকে নির্বাচনে যেতে দেওয়া হয়নি, এই নির্বাচন গ্রহণযোগ্য হয়নি।

কিন্তু আমি একটা কথা পরিষ্কার করে বলে দিতে চাই, বিএনপি বলুক, অন্য দলগুলো বলুক বা ড. ইউনূস বলুক মাঠের বাস্তবতা কিন্তু ভিন্ন। যে-সব জেলা, উপজেলা বা গ্রামে ৫ আগস্ট ও গত ১৭ বছর আমার ভাইদের রক্ত ঝরেছে, লাশ পড়েছে; ওইসব জায়গা আওয়ামী লীগের প্রার্থীরা ভোট চাওয়ার মুখ রাখে না, তাদেরকে ভোট চাইতে দেবে না। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে মানুষ ঘর থেকে বের হতে দেবে না।

তিনি বলেন, আমি আওয়ামী লীগের পলাতক নেতাদের জিজ্ঞেস করতে চাই, আপনারা তো ইউনূস সরকারকে গালি দিচ্ছেন। আবার বলছেন, এই সরকার অবৈধ। তাহলে এই অবৈধ সরকারের অধীনে কীভাবে নির্বাচন করবেন?

পার্থ বলেন, যারা গণহত্যায় বিশ্বাস করে, যাদের রাজনীতির কোনো অস্তিত্বই নাই, যারা ক্ষমতায় যাওয়া জন্য সবকিছু করতে পারে। আমি মনে করি এই ধরনের দলকে নিষিদ্ধ করার জন্য সংবিধানে প্রভিশন থাকা উচিত।

‘বাংলাদেশে যদি কোনো রাজনৈতিক দল তাদের বৈশিষ্ট হারিয়ে ফেলে, গণহত্যায় চলে যায় সেক্ষেত্রে আমি মনে করি এ ধরনের দলকে নিষিদ্ধ করার জন্য সংবিধানে প্রভিশন থাকা উচিত। সেই দলকে আমরা নিষিদ্ধ করি আর না করি’।

বিজেপি চেয়ারম্যান বলেন, আগামীতে বাংলাদেশে যেন আর কোনো স্বৈরাচারী না আসে। এই হত্যাকারীদের এমন দৃষ্টান্তমূলক বিচার করতে হবে যাতে করে আগামীতে তারা আসার আগে দশবার চিন্তা করে।

পঁচাত্তরের হত্যাকাণ্ড নিয়ে পার্থ বলেন, ১৯৭৫ সালে ১৫ আগস্ট হত্যাকাণ্ড হয়েছে, অপমানিত হয় নাই। কিন্তু এবার অপমানিত হয়েছে, অসম্মানিত হয়েছে।

আগামীতে যদি কোনো সরকারকে সফল হতে হয় তাহলে আওয়ামী লীগের ভুলের বইটা বাঁ দিকে রাখতে হবে। আর শুধু দেখতে হবে। জীবনে এসব করবেন না, অপমানিত আপনি হবেন না।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন