তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, ‘আমি বলছি, ’৭২ এর সংবিধানে ফিরে যেতে হবে। যে সংবিধান ৯ মাসের মুক্তিযুদ্ধের মাধ্যমে রচনা হয়েছিল। আমার কথায় বিএনপি-জামায়াতের কলিজায় খোঁচা লেগেছে। লড়াই করতে চাও আসো। কোথায় করবা ঢাকা, চট্টগ্রাম, রংপুর রাজশাহীতে? ১৪ হাত মাটির নিচে চলে যাবে ইনশাল্লাহ।’
রোববার (৭ নভেম্বর) মুক্তিযুদ্ধ মঞ্চ আয়োজিত মুক্তিযোদ্ধা সৈনিক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাংলার মাটি থেকে চিরতরে বিতাড়িত করা হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, তারেক রহমান আসো, লন্ডনে গেছ কেন? সাহস থাকলে দেশে আসো।
তিনি আরও বলেন, কেউ দাবায়া রাখতে পারবে না। আমরা মুক্তিযোদ্ধার সন্তান। বাঘের মতো কথা বলবো বেড়ালের মতো না। আমরা বিএনপি-জামায়াতের সঙ্গে আপোষ করি না।
তিনি বলেন, এই জিয়া পরিবার বাংলাদেশেকে ধ্বংস করতে চায়। খুনি জিয়া বঙ্গবন্ধুর মূল হত্যাকারী।
এসময় আরও উপস্থিত ছিলেন- সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, মুক্তিযুদ্ধ মঞ্চের উপদেষ্টা ভাস্কর শিল্পী রাশা, সভাপতি আমিনুল ইসলাম বুলবুল প্রমুখ।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন