সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘শিক্ষামন্ত্রী থাকাকালে আমি ও আমার পরিবার এবং অনুসারীদের বিরুদ্ধে অপপ্রচার হয়েছে।’ অপপ্রচার বন্ধে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন এই মন্ত্রী।
শুক্রবার (১৯ জানুয়ারি) রাতে চাঁদপুর প্রেসক্লাবের নতুন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।
দীপু মনি বলেন, ‘কারো কারো প্রত্যাশা ছিল আমি যেন মনোনয়ন না পাই। সেটি হয়ে যাওয়ার পর নির্বাচন যেন আমি পাস করতে না পারি। বিজয়ী হওয়ার পর চেষ্টা হলো অন্তত যেন আমি মন্ত্রিসভায় স্থান না পাই। তো এখন যেহেতু সবটুকুই পেয়ে গেছি আমি আশা করবো, যারা অসত্য তথ্যগুলো পরিবেশন করে আমাকে ঘায়েল করতে গিয়ে আমার বেশ কিছু নেতাকর্মীর জীবনে অনেক বেশি ক্ষতি করা না হয়।’
তিনি বলেন, ‘আমি জানি আমি কী? অসত্য কথন আমাকে ঘায়েল করতে পারবে না। ভাববেন না, সবাই ডা. দীপু মনি। অসত্য কথনের কারণে আমার আশপাশের বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। কাজেই মিথ্যাচারকারীরা মিথ্যার বেসাতি এখন অন্তত বন্ধ করেন। অনেক কিছুই মীমাংসা হয়ে গেছে।’
এ সময় উপস্থিত ছিলেন- চাঁদপুর পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন প্রমুখ।