English

29 C
Dhaka
রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
- Advertisement -

আমি চাই ইলিয়াস কাঞ্চন সফল হোক: ফজলুর রহমান

- Advertisements -

বাংলাদেশের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে ‘জনতা পার্টি বাংলাদেশ’-এর আত্মপ্রকাশ।

দলের আনুষ্ঠানিক যাত্রা শুরুর দিনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান একটি টেলিভিশন টকশোতে জনতা পার্টির প্রতি ব্যক্তিগত শুভেচ্ছা ও আবেগঘন বার্তা দিয়েছেন।
তিনি বলেন, “প্রথমেই সবগুলো নতুন দলকে আমি অভিনন্দন জানাচ্ছি। কিন্তু জনাব ইলিয়াস কাঞ্চন সাহেবকে আমি বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি। আমার যৌবনের সময়ের পছন্দের একজন নায়ক ছিলেন তিনি। আমরা একই জেলার মানুষ, খুবই সাধারণ পরিবারের ছেলে ছিলেন তিনি। আমি চাই, ইলিয়াস কাঞ্চনের দল সফল হোক।”
এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই বেশ আলোড়ন তুলেছে। অনেকেই এটিকে রাজনৈতিক শালীনতা ও সৌজন্যের একটি দৃষ্টান্ত হিসেবে দেখছেন।

উল্লেখ্য, ‘জনতা পার্টি বাংলাদেশ’ আজ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে। দলটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এবং মহাসচিব হিসেবে আছেন সাবেক সাংবাদিক নেতা ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ। দলের স্লোগান ‘গড়বো মোরা ইনসাফের দেশ’। আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলটির লক্ষ্য-উদ্দেশ্য ও ইশতেহার ঘোষণা করা হয়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন