English

25 C
Dhaka
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

আবু সাঈদকে বাংলাদেশের বিপ্লবী আইকন বললেন মাহমুদুর রহমান

- Advertisements -

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদকে বাংলাদেশের বিপ্লবী আইকন বলে মন্তব্য করেলেন আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। আজ শুক্রবার সকাল ৯টার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মাহমুদুর রহমান বলেন,‘বাংলাদেশের বিপ্লবী আইকন আবু সাঈদ। সাঈদসহ সকল শহীদ আমাদের জন্য অনুপ্রেরণা। আমরা তাদেরকে কখনো ভুলব না। এই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতন হয়েছে। যার ফলে, ছয় বছর নির্বাসনে থাকার পর আমি মাতৃভূমিতে ফিরতে পেরেছি। আমাকে উদ্ভট ও মিথ্যা মামলায় সাত বছরের সাজা দেওয়া হয়েছিল।’

তিনি আরও বলেন,‘আমার মা গুরুতর অসুস্থ। তাই তাকে দেখতেই দ্রুত চলে আসা। দুই দিন মায়ের সাথে থাকতে চাই। আগামী রবিবার আমি আদালতে যাব। আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। এমনও হতে পারে আমাকে জেলে যেতে হতে পারে। আপনারা বিচলিত হবেন না। আমি আইনিভাবে সবকিছুর মোকাবেলা করব।’

এ সময় বিমানবন্দরে সাংবাদিক মাহমুদুর রহমানকে গণসংবর্ধনা দেয়া হয়।

ড. মাহমুদুর রহমান দীর্ঘ ছয় বছর আওয়ামী সরকারের রোষানলে পরে দেশান্তরীত হয়েছিলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী পক্ষ থেকে বিমানবন্দরে তাকে সংবর্ধনা জানানো হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ আমির ডা. শফিকুর রহমান ও ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দিন ও দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুলের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণে নায়েবে আমির অ্যাডভোকেট হেলাল উদ্দিন, ঢাকা মহানগর উত্তর প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম, সেক্রেটারি খুরশিদ আলম নেতারা।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন