English

17 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ৯, ২০২৫
- Advertisement -

আদালতে এলেই রেগে চিৎকার করেন সাবেক মন্ত্রী কামরুল, বললেন রাষ্ট্রপক্ষের আইনজীবী

- Advertisements -

হত্যা মামলার শুনানিতে আদালতে উপস্থিত হয়ে পুলিশের সঙ্গে রেগে গেছেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। আজ বুধবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে। আদালতে তিনি প্রায়ই এমন চিৎকার করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

আদালতের এজলাসে নিতে লিফট ব্যবহার না করে সিঁড়ি দিয়ে ওঠানোয় পুলিশের সঙ্গে রেগে যান সাবেক খাদ্যমন্ত্রী। তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, ‘ফাইজলামি। বলে দো তলায়, আবার চার তালায় উঠাইতাছেন। ইতরামির একটা সীমা আছে।’

কেন সিঁড়ি দিয়ে কামরুলকে ওঠানো হয়, তার ব্যাখ্যা দিয়ে সরকারি কৌঁসুলি (পিপি) ওমর ফারুক ফারুকী বলেন, ‘লিফটের সামনে অনেক সময় বিচারপ্রার্থীদের ভিড় থাকে, আইনজীবীদের ভিড় থাকে। সেখানে অনেক সময় আমাদের যারা পুলিশ কর্মকর্তারা আছেন, তারা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াইবার জন্য সব সময় চেষ্টা করা হয় লিফটে নেওয়ার জন্য। কিন্তু যদি দেখা যায় যে, অনেক বিচারপ্রার্থী, অনেক আইনজীবী সেখানে জড়ো হওয়া অবস্থায় আছে, সেখানে সুবিধার্থে বা অনাকাঙ্ক্ষিত ঘটনাকে এড়াইবার জন্য পুলিশ বিভিন্ন পন্থা অবলম্বন করে।’

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম প্রায়ই আদালতে চিৎকার করেন উল্লেখ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বলেন, ‘উনার (কামরুল) একটা স্বভাব আদালতে আসলেই হয় পুলিশের সঙ্গে ঝগড়া করেন, না হয় আইনজীবীদের সঙ্গে ঝগড়া করেন, না হয় উচ্চবাচ্য (চিৎকার) বক্তব্য রাখে এবং কোর্টের সঙ্গে উচ্চবাচ্য করে। এটা তার একটা স্বভাবজাত অভ্যাস। এটা সে করেই থাকে।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন