English

25 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

আচরণবিধি শতভাগ মেনেছি, আইনের প্রতি শ্রদ্ধাশীল: ফেরদৌস

- Advertisements -

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী আচরণবিধি শতভাগ মেনেছেন বলে দাবি করেছেন ঢাকা-১০ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।

বুধবার (৩ জানুয়ারি) দুপুরে ঢাকা কলেজে আচরণবিধি ভঙ্গের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ফেরদৌস আহমেদ বলেন, আমি শতভাগ আচরণবিধি মেনেছি। কেউ কেউ অতি উৎসাহী হয়ে আচরণবিধি লঙ্ঘন করেছেন। অকেনে রঙিন পোস্টার-ব্যানার লাগিয়েছেন। এগুলো আমার পক্ষ থেকে করা হয়নি, আমি বরং আমার লোক দিয়ে এগুলো খুলিয়েছি। আমি যথেষ্ট আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং বাড়াবাড়ি কিছু করিনি। যতটুকু নিয়মের মধ্যে আছে ততটুকুই করে যাচ্ছি।

ফেরদৌস বলেন, ‘আমি কোথাও গেলে মানুষের ভিড় বেড়ে যায়। আগে নায়ক ফেরদৌস হিসেবে ভিড় করতো, এখন আগামীতে যদি সংসদ সদস্য হতে পারি সেই হিসেবে ভিড় করে।’

এর আগে ঢাকা-১০ আসনের নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে ১৮ নম্বর ওয়ার্ডে দুটি নির্বাচনী ক্যাম্প স্থাপন করেছিলেন ফেরদৌস। পরে নির্বাচন কমিশনের ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির তদন্তে বিষয়টি প্রমাণিত হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট একটি নির্বাচনী ক্যাম্প বন্ধ করে দেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন