English

15 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫
- Advertisement -

আগামী নির্বাচন হবে সবচেয়ে কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ: তারেক রহমান

- Advertisements -

আগামী নির্বাচন জাতির জন্য সবচেয়ে কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘পতিত সরকারের আমলে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। দীর্ঘদিন পর তারা আবার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।’

রোববার বিকেলে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত বিএনপির ৩১ দফা নিয়ে দিনব্যাপী বিভাগীয় কর্মশালায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘স্বৈরাচার গত ১৫ বছর বিভিন্নভাবে ক্ষমতায় থেকেছে, মানুষের অর্থ-সম্পদ লুট করে অনেক কিছু গড়ার চেষ্টা করেছে। মানুষ তাদের ঘৃণা করে ফিরিয়ে দিয়েছে। আমাদের এটি মনে রাখতে হবে। রাজনৈতিক দলের কর্মী হিসেবে সবচেয়ে বড় পুঁজি হলো জনগণের আস্থা, বিশ্বাস ও ভালোবাসা। ১৫ বছর জোর করে যারা ক্ষমতায় টিকে ছিল তারা এখন নেই। তার কারণ হলো তারা জনগণের আস্থা, বিশ্বাস, ভালবাসা হারিয়েছে। সে কারণে তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।’

দেশকে গড়তে হলে দলমত নির্বিশেষে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে জানিয়ে তিনি বলেন, ‘সবাই মিলে সরকার গঠন করলে সবাই সবার অধিকারের কথা বলতে পারবে। গণতন্ত্র আরও মজবুত হবে। বিএনপির প্রতি মানুষের যে আস্থা আছে, তা ধরে রাখতে হবে। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। নিজেদের মধ্যে কোনোভাবে কোন্দলে জড়ানো যাবে না। এজন্য বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে বিগত সময়ের মতো মানুষের পাশে দাঁড়াতে হবে। জনগণের আস্থার ওপর যেন আঘাত না আসে সে ব্যাপারে সচেতন ও সচেষ্ট থাকতে হবে।’
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন