জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মাদ কাদের (জিএম কাদের) বলেছেন, আগামী নির্বাচনে যে রাজনৈতিক দল পরাজিত হবে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। বাংলাদেশের রাজনীতি এখন এমন বাস্তবতায় এসে দাঁড়িয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জিএম কাদের বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে ভোটের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সরকার পরিবর্তন হয়। আমাদের দেশে সে অবস্থা নেই। এখানে নির্বাচন মানে যুদ্ধ, পরাজিত হলেই তাকে মারতে হবে এমন মানসিকতা তৈরি হয়েছে। এমন বাংলাদেশেরে জন্য তো মুক্তিযুদ্ধ হয়নি,শহীদরা জীবন দেয়নি, আত্মত্যাগ করেনি।
জিএম কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, রেজাউল ইসলাম ভুইয়া, দপ্তর সম্পাদক এমএ রাজ্জাক খানসহ নেতৃবৃন্দ।
এ সময়ে জাপার নবনিযুক্ত প্রেসিডিয়াম সদস্য জহিরুল আলম রুবেল জিএম কাদেরের হাতে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান।