English

26 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
- Advertisement -

আওয়ামী লীগ থেকে নেতাদের সাবধান থাকতে বললেন শামা ওবায়েদ

- Advertisements -
বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ কিন্তু বসে নেই। তারা দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র করে চলেছে। তারা বিএনপির সঙ্গে মিশে বিশৃঙ্খলা করার চেষ্টা করবে। সেজন্য আওয়ামী লীগ থেকে বিএনপি নেতাদের সাবধান থাকতে হবে।

শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গা ইউনিয়ন বিএনপির এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, রাতের আধারে নয়, আওয়ামী লীগের নেতারা যদি শহীদ জিয়াকে স্বাধীনতার ঘোষক ও তারেক রহমানকে নেতা মেনে দিনের আলোতে বিএনপিতে মিশে, তাহলে তাদের নেওয়া হবে।

তিনি বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগ বিহীন বাংলাদেশে এখন অনেকে অনেক সুযোগ নেওয়ার চেষ্টা করছে। আমরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সুষ্ঠু ভোটের যুদ্ধ চালিয়ে যাব।
পাশাপাশি আওয়ামী লীগ দেশে যে ধ্বংসস্তূপ তৈরি করে রেখেছেন, তারেক রহমানের নেতৃত্বে দেশকে সেখান থেকে পুনরুদ্ধার করা হবে। সেজন্য তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান শামা ওবায়েদ। 

এর আগে বিকেলে শামা ওবায়েদ সদ্য প্রয়াত কোদালিয়া শহীদনগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হাজী আনোয়ার হোসেন, সদ্য প্রয়াত নগরকান্দা উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জিলু মোল্যা ও সদ্য প্রয়াত ডাঙ্গী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইছাহাকে বাড়িতে গিয়ে তাদের স্বজনদের সমবেদনা জানান।

এসময় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহ-সভাপতি আলমগীর হোসেন বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুজ্জামান তারা মোল্যা, সালথা উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান মাতুব্বর, যুবদল নেতা তৈয়াবুর রহমান প্রমুখ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন