শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গা ইউনিয়ন বিএনপির এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, রাতের আধারে নয়, আওয়ামী লীগের নেতারা যদি শহীদ জিয়াকে স্বাধীনতার ঘোষক ও তারেক রহমানকে নেতা মেনে দিনের আলোতে বিএনপিতে মিশে, তাহলে তাদের নেওয়া হবে।
এর আগে বিকেলে শামা ওবায়েদ সদ্য প্রয়াত কোদালিয়া শহীদনগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হাজী আনোয়ার হোসেন, সদ্য প্রয়াত নগরকান্দা উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জিলু মোল্যা ও সদ্য প্রয়াত ডাঙ্গী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইছাহাকে বাড়িতে গিয়ে তাদের স্বজনদের সমবেদনা জানান।
এসময় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহ-সভাপতি আলমগীর হোসেন বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুজ্জামান তারা মোল্যা, সালথা উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান মাতুব্বর, যুবদল নেতা তৈয়াবুর রহমান প্রমুখ।