English

15 C
Dhaka
শনিবার, জানুয়ারি ১১, ২০২৫
- Advertisement -

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দ্রব্যমূল্য আরও বাড়বে: নজরুল ইসলাম খান

- Advertisements -

বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দ্রব্যমূল্য আরও বাড়বে। এজন্য প্রয়োজন গণতান্ত্রিক সরকার।
আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির’ প্রতিবাদে শ্রমিক দলের এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
মানববন্ধনে অন্যদের মধ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।
দলের স্থায়ী কমিটির এই সদস্য বলেন, এই সরকার যদি আরও ক্ষমতায় থাকে তাহলে দ্রব্যমূল্য বৃদ্ধি ছাড়া কমবে না। কারণ এই সরকার বিনা ভোটের সরকার। বিনা ভোটের সরকার কারও কাছে দায়বদ্ধ না, জনগণের ভোটে নির্বাচিত হলে তারা জনগণের কথা ভাবতো। জনগণের সরকারের জন্য গণআন্দোলনের মাধ্যমে এই সরকার হটিয়ে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আনতে হবে। আগামী দিনে ঐক্যবদ্ধ আন্দোলন হবে এবং সেটা বিএনপির নেতৃত্বেই হবে।
তিনি বলেন, এক বছরে ৩৫ বার পণ্যের বাড়লেও সাত বছরে একবারও শ্রমিকদের বেতন বাড়ে না। শ্রমিকদের কষ্ট লাঘবে তাদের বেতন বাড়ালো না কেন?

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন