English

29 C
Dhaka
রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
- Advertisement -

অসাধু নেতাদের পুলিশে ধরিয়ে দিন: শামা ওবায়েদ

- Advertisements -

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ফরিদপুরে কিছু বিএনপি নেতাদের সঙ্গে খাতির করে কুমার নদ থেকে অবৈধভাবে বালি উত্তোলনের পাঁয়তারা চালাচ্ছে ফ্যাসিবাদের দোসরেরা। বিএনপি কারও কোনো অন্যায়কে প্রশ্রয় দেবে না।

কোনো অসাধু কাজের সঙ্গে বিএনপির নেতারা জড়িত থাকলে তাকে পুলিশে ধরিয়ে দেবেন।

তিনি বলেছেন, বিএনপির দিকে তাকিয়ে আছে দেশের ১৭ কোটি মানুষ। আমরা ভালো কাজ করব, সৎ কাজ করব।

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে ফরিদপুরের সালথা উপজেলার রসুলপুর বড়দিয়া বাজারে কুমার নদ রক্ষায় আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ এ কথা বলেন।

ফরিদপুরের ওপর দিয়ে বয়ে যাওয়া কুমার নদ থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালি উত্তোলনের প্রতিবাদে স্থানীয় জনসাধারণের আয়োজনে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিসুর রহমান বালী।

শামা ওবায়েদ বলেন, গত বছরের ৫ আগস্টের পরে এতো তাজা প্রাণের বিনিময়ে ছাত্র-জনতার আন্দোলনে আত্মাহুতির পরে যখন আমরা একটি নতুন বাংলাদেশের দিকে আগাতে চাচ্ছি, তখন ফ্যাসিবাদের দোসরেরা সাধারণ মানুষের ক্ষতি করতে এখনও অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। বুঝতে হবে ফ্যাসিবাদের দোসরেরা এখনও আছেন। এদের যারা কুমার নদের বালি উত্তোলনের সঙ্গে যারা আছেন, তারা ফরিদপুর জেলা বিএনপির নেতাদের সঙ্গে খাতির করে আবার কুমার নদের বালি উত্তোলনের এই অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার পাঁয়তারা করছেন।

তিনি বলেন, কোনো অসাধু কাজ আর নগরকান্দা-সালথায় হতে দেওয়া যাবে না। প্রশাসনের কাছে অনুরোধ থাকবে, যখন আপনারা তথ্য জানবেন তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবেন। পাশাপাশি স্থানীয় জনগণকেও এ বিষয়ে সচেতন হতে হবে। কারণ, আমাদের সাধারণ খেটে-খাওয়া দরিদ্র কৃষকসহ আপামর মানুষের জীবিকা, প্রকৃতির প্রাণবৈচিত্র্য নদ-নদীর ওপর নির্ভরশীল।

এ সময় ফরিদপুরের অংশে পদ্মা নদী থেকেও অবৈধভাবে বালি ও মাটি উত্তোলন বন্ধ করতে জেলা প্রশাসকের (ডিসি) কাছে জোর দাবি জানান শামা ওবায়েদ ইসলাম রিংকু।

গত ১৫ বছর সারাদেশে উন্নয়নের নামে দুর্নীতি হয়েছে মন্তব্য করে শামা ওবায়েদ বলেন, মেগা মেগা প্রজেক্টের নামে দুর্নীতি, হাজার হাজার কোটি টাকা পাচারসহ ব্যাংক লুট হয়েছে। সাধারণ শ্রমিক, ছোট চাকরিজীবীসহ ক্ষুদ্র ব্যবসায়ীদের পকেট খালি করে নিয়ে শেখ হাসিনা ও তার দোসরেরা লুটপাট করেছেন। আর আমরা হামলা-মামলা, নির্যাতন সহ্য করেছি ১৫টা বছর।

শামা ওবায়েদ আরও বলেন, বারবার যখন বাংলাদেশের ওপর আঘাত এসেছে, গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে, জনগণের জানমাল বিপন্ন দশার সৃষ্টি হয়েছে; তখন বিএনপিই কিন্তু কখনও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে, কখনও খালেদা জিয়ার নেতৃত্বে, কখনও তারেক রহমানের নেতৃত্বে জনগণের পাশে দাঁড়িয়েছে।

সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন— নগরকান্দা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সহকারী অ্যাটর্নি জেনারেল জুয়েল মুন্সি সুমন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, জাহিদুর রহমান জাহিদ মাস্টার প্রমুখ।

সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার আজাদ।

সমাবেশ শেষে কুমার নদ পরিদর্শন করেছেন শামা ওবায়েদ।

স্থানীয়রা বলেন, দিনের পর দিন কুমার নদ থেকে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালি উত্তোলন করায় নদীর পাড় ধসে যাচ্ছে। নদীর পানির প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। উপজেলা প্রশাসন মাঝে মধ্যে অভিযান চালিয়ে জেল-জরিমানা ও ড্রেজার মেশিন জব্দ করার পরেও এখনও এ অবৈধ কার্যক্রম বন্ধ করা যায়নি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন