English

28 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
- Advertisement -

অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার ষড়যন্ত্র চলছে: ফারুক

- Advertisements -

অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত ও বিব্রত করতে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

তিনি বলেন, দেশের মানুষ বুক চিতিয়ে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে, অথচ দেশ আজও ষড়যন্ত্র থেকে মুক্ত হয়নি। প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী ফ্যাসিস্টরা বসে আছে। অন্তর্বর্তী সরকারে বিতর্কিত ব্যক্তিদের উপদেষ্টা করা হচ্ছে। এসব বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বুধবার নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর ওলামা দলের নতুন কমিটির পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।

সরকারকে সতর্ক করে জয়নুল আবদিন ফারুক বলেন, এমন পথে এগোবেন না যেটার কারণে জনগণ আপনাদের আবার প্রত্যাখ্যান করে দেয়।

তিনি বলেন, এমন সংস্কার হাতে নেবেন না যেটা জনপ্রতিনিধিরা করবেন। আমরা নির্বাচন, নির্বাচনের দিনক্ষণ, নির্বাচনের প্রস্তুতি চাই, নির্বাচন কমিশন গঠন চাই, সংস্কারও চাই। কিন্তু বিতর্কিত ব্যক্তিদের কবলে পড়ে আবার যেন নির্বাচন বিলম্বিত না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

ফারুক বলেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন- আমাদের ধৈর্য ধরতে, সেই ধৈর্য আমরা ধরেছি। কিন্তু সেই ধৈর্য যদি হয় বিতর্কিত ব্যক্তিরা প্রশাসনে যাবে, আওয়ামী লীগের দোসররা মন্ত্রণালয়গুলোতে যাবে, সেটা তো হতে পারে না। সেটা আপনাদের স্পষ্ট করতে হবে। আপনাদের প্রতি সমর্থন আছে, থাকবে।

দেশ আজ ষড়যন্ত্রের মুখে উল্লে­খ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, দেশে কোনো স্বৈরাচার থাকবে না বলে যে আন্দোলন হয়েছে, এতগুলো প্রাণ গেছে, তা-ও ষড়যন্ত্র থেমে নেই। আমাদের সজাগ থাকতে হবে। এদেশে আর কোনো স্বৈরাচার তৈরি হবে না। আমরা সবাই মিলে একটা গণতান্ত্রিক দেশ গড়ে তুলব। এই সরকারকে নস্যাৎ করার জন্য, বিব্রতকর অবস্থায় ফেলার জন্য একটি আভাস আমরা পাচ্ছি। ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আমেরিকায়, পরদিনই ট্রাম্পের ছবি নিয়ে মাঠে নামতে বললো। এগুলো ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।

অনুষ্ঠানে বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানী, বিএনপি নির্বাহী কমিটির সদস্য নেসারুল হক, ওলামা দলের আহ্বায়ক মোহাম্মদ সেলিম, সদস্য সচিব মো. আবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন