সার্চ কমিটি নিয়ে নানা ধরনের বির্তকের সৃষ্টি করলেও শেষ মুহূর্তে একটি অজুহাত দেখিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নিবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি।
শনিবার দুপুরে মাদারীপুরের চরমুগরিয়া কুমারটেক এলাকায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ড্রাইভিং কোর্সের তিনটি গাড়ির উদ্বোধন শেষে এ মন্তব্য করেন তিনি।
এ সময় মাদারীপুর-০২ আসনের এই সাংসদ বলেন, ইসি গঠন সাংবিধানিক বিষয়। ১১৮/১ ধারা অনুযায়ী একটি আইন করার কথা ছিল। বাংলাদেশর সংবিধান ১৯৭২ সালে হয়। ৫০ বছরেও কোনো সরকার এটি করেনি। যেটি বর্তমান সরকার করেছে। আইনের ভিত্তিতেই রাষ্ট্রপতি সার্চ কমিটি করে দিয়েছেন। ৩২২ জনের এই কমিটির মধ্যে ১০ জনকে বের করা কঠিন ব্যাপার। এই ১০ জনের তালিকা এরইমধ্যে রাষ্ট্রপতির হাতে তুলে দিয়েছেন সার্চ কমিটি। এ ব্যাপারে রাষ্ট্রপতি শিগগিরই কার্যকর ভূমিকা গ্রহণ করবেন।
শাজাহান খান বলেন, বিএনপি এই সার্চ কমিটি নিয়ে যে মন্তব্য করছে তা হাস্যকর। বিএনপি কি মনে করে, তাদের কথা মতো রাষ্ট্র পরিচালিত হবে। তাহলে বিএনপিকে ক্ষমতায় আসা দরকার। কিন্তু সন্ত্রাস সৃষ্টি করে, মানুষ হত্যা করে ক্ষমতায় আসা, সেটা কোনোদিনই হবে না। জনগণ তা করতে দিবে না।
এ সময় উপস্থিত ছিলেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ওবায়দুর রহমান খান, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মমসাদ উজ্জামান মিমুনসহ অনেকেই।