English

28 C
Dhaka
সোমবার, জানুয়ারি ৬, ২০২৫
- Advertisement -

৮ নভেম্বরের শোভাযাত্রায় বড় জমায়েত করতে চায় বিএনপি

- Advertisements -
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আগামী ৮ নভেম্বর রাজধানী ঢাকায় শোভাযাত্রা করবে বিএনপি। এই শোভাযাত্রায় বড় জমায়েত করতে চায় দলটি। এ লক্ষ্যে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেনের নেতৃত্বে গঠিত কমিটি গতকাল সোমবার প্রস্তুতি সভা করেছে। মহানগর, অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা সভায় অংশ নেন।

দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রস্তুতিসভা শেষে সংবাদ সম্মেলন করেন জাহিদ হোসেন। তিনি বলেন, ৮ নভেম্বরের শোভাযাত্রা হবে সুশৃঙ্খল ও আড়ম্বরপূর্ণ, যা সমসাময়িক কালের মধ্যে সবচেয়ে বৃহত্তর শোভাযাত্রা হবে।

দিবসটির কর্মসূচির দিকনির্দেশনা উল্লেখ করে জাহিদ হোসেন বলেন, ৮ নভেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে ঢাকার বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করা হবে। ঢাকার বাইরে বিভিন্ন জেলা ও মহানগরে শোভাযাত্রা হবে।

এ ছাড়া ৬ নভেম্বর আলোচনাসভা, ৭ নভেম্বর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন দলটির নেতাকর্মীরা।
সভায় আরো অংশ নেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আব্দুস সালাম আজাদ, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, শ্রমিক দলের সমন্বয়নকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজুন, সদস্যসচিব তানভীর আহমেদ রবিন, উত্তরের সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, বর্তমান আহ্বায়ক আমিনুল হক, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, বিএনপি মহানগর দক্ষিণের নেতা ইশরাক হোসেন প্রমুখ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন