আগামী ২৮ মার্চ সারাদেশে বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতালে বিএনপির সমর্থন ও সহায়তা থাকবে বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান। আজ শনিবার দুপুরে তিনি এ কথা জানান।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গত ১১ মার্চ বাম গণতান্ত্রিক জোট এই হরতালের ডাক দেয়। ২৮ মার্চ সারাদেশে আধাবেলা হরতাল পালন করবে বাম দলগুলোর প্রধান এই জোট। অন্যদিকে তাদের হরতালের প্রতি পূর্ণ সমর্থন দিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টিও (বাংলাদেশ ন্যাপ)।
এ ছাড়া একই দিনে হরতাল ডেকেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীও। শুক্রবার বিকালে রাজধানীর ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালের বীরউত্তম মেজর হায়দার মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই হরতালের ডাক দেন তিনি।