English

22 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

হাসিনার পদত্যাগ উদযাপনে গরু জবাই করে ভূরিভোজ

- Advertisements -

নেত্রকোনার দুর্গাপুরে বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসীদের মধ্যে গরু জবাই করে ভূরিভোজের আয়োজন করেছেন এক বিএনপিকর্মী। আইনুল হক নামের ওই ব্যক্তি বলছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ উদযাপনে এ আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার কাকৈরগড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এই আয়োজন করা হয়। এতে উপজেলা বিএনপি নেতাকর্মী ছাড়াও এলাকাবাসীর আমন্ত্রণ জানান আইনুল।

আইনুল হক জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আট দফা ঘোষণার সময় তিনি মানত করেছিলেন শেখ হাসিনা পদত্যাগ করলে দুর্গাপুরের সব বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসীকে গরু জবাই করে খাওয়াবেন। সেই কথা রাখতে গরুর মাংসের বিরিয়ানি করে ভূরিভোজের এই আয়োজন। প্রায় দুই লাখ টাকা খরচ করেছেন তিনি।

তিনি বলেন, ‘আমি মানত করছিলাম শেখ হাসিনা পদত্যাগ করলে আমি বিএনপির সব ভাইকে গরু জবাই করে খাওয়াব।

এটি পূরণ হয়েছে। তাই আজকে আমি গরু জবাই করে এই আয়োজন করেছি।’

এদিকে আইনুলের আয়োজনে সকাল থেকেই স্থানীয় নেতাকর্মীরা সহযোগিতা করেছেন। জুমার নামাজের পরপরই খাওয়াদাওয়া শুরু হয়।

বিএনপির ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা আইনুলের আমন্ত্রণে সেখানে আসেন।
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন