জাতীয় পাটির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, বিএনপি খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে নাচানাচি করে, কিন্তু দেশের মানুষের চিকিৎসার কথা বলে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি ও দুঃশাসনের কারণে সারা দেশের মানুষ আজ ভালো নেই। আওয়ামী লীগ উন্নয়নের কথা প্রচার করে। কিন্তু টঙ্গী থেকে ময়মনসিংহে গেলে সড়কের বেহাল অবস্থার কারণে বাপ-দাদার নাম ভুলে যেতে হয়।
আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হয়ে ময়মনসিংহে যাওয়ার পথে ভালুকার মাস্টারবাড়িতে অনুষ্ঠিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির এনজিও বিষয়ক সম্পাদক হাফিজ উদ্দিন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই পথসভায় অন্যদের মাঝে জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ফখরুল ইসলাম এমপি, আসাদুজ্জামান বুলবুল, শহিদুল ইসলাম কাজল, আজিজুল ইসলাম দুর্জয়, মতিউর রহমান কাঞ্চন, জাহিদুল ইসলাম বাবু প্রমুখ বক্তব্য দেন।