English

26 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

সামনে অবশ্যই খেলা হবে: শামীম ওসমান

- Advertisements -

নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান বলেছেন, ‘দেশে ষড়যন্ত্র হচ্ছে। সামনে আরও ষড়যন্ত্র হবে এবং ঠিক রজতজয়ন্তী, জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং সুবর্ণজয়ন্তীকে সামনে রেখে এই খেলাগুলো শুরু হয়েছে। যারা পিছন থেকে এখনো এ দেশের শান্তি নষ্ট করার জন্য খেলা খেলছেন, যারা পিছন থেকে এখনো এ দেশকে টেনে ধরার চেষ্টা করছেন এবং যারা এদেশের স্বাধীনতাকে নস্যাৎ করার জন্যে অপপ্রয়াস চালাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যদি খেলেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান আমরাও খেলবো। সামনে খেলা অবশ্যই হবে এবং এই খেলাতে স্বাধীনতার পক্ষের শক্তি জয় লাভ করবে।

শামীম ওসমান আরও বলেন, সারা দেশে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। যারা রাত জাগেন বলে আমরা আরামে ঘুমাই সেই পুলিশ বাহিনী, আমাদের সেই র্যা ব, বিজিবি এবং যারা আমাদের দেশের জন্য অক্লান্ত পরিশ্রম করে জঙ্গিবাদ নির্মূল করেছেন সেই সব মানুষদের মনোবল ভেঙে দেওয়ার জন্য তাদের বিরুদ্ধে একটি শক্তি কাজ করে যাচ্ছে। যেসব শক্তি এ কাজ করছে এবং তাদের পেছন থেকে কাজ করছে তাদের প্রতি ঘৃণা প্রকাশ করে আমি একটি কথা বলতে চাই, বাংলাদেশ এখন কারো পায়ের ওপর ভর দিয়ে দাঁড়ায় না। এই দেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিজের পায়ে ভর দিয়ে দাঁড়িয়েছে। এই দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম।

শপথ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ সচিব ফাতেমা তুল জান্নাত, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, সিভিল সার্জন ডা. মো. ইমতিয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম বেপারী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মো. আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল প্রমুখ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন