English

25 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪
- Advertisement -

সরকার নির্বাচন ব্যবস্থা ভেঙে দেওয়ায় বিশিষ্টজনরা কথা বলছেন: মির্জা ফখরুল ইসলাম

- Advertisements -

‘এ সরকার বিচার বিভাগের স্বাধীনতাকে দলীয়করণ করেছে। সংসদকে পুরোপুরি অকেজো করেছে। নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছে। ফলে এখন বিশিষ্ট নাগরিকরা বক্তব্য রাখছেন।’
আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, ‘এ সরকার সবক্ষেত্রে স্বাধীনতার সব চেতনা ধ্বংস করে দিয়েছে। অর্থনীতিকে বাজে অর্থনীতিতে পরিণত করেছে। বিচার বিভাগের স্বাধীনতাকে দলীয়করণ করেছে। সংসদকে পুরোপুরি অকেজো করেছে। নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছে। ফলে এখন বিশিষ্ট নাগরিকরা বক্তব্য রাখছেন।’ তিনি বলেন, ‘এ সরকার বলছে তারা যথেষ্ট উন্নয়ন করেছে। তারা নিজেদের উন্নয়নের রোল মডেল বলছে।’
মির্জা ফখরুল আরো বলেন, ‘আজকের পত্রিকায় আছে, ইউএনডিপি রিপোর্ট দিয়েছে তাতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান পঞ্চম। এতেই বোঝা যায় উন্নয়নের কথা যেটা বলা হচ্ছে সেটা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা। এর উদ্দেশ্য হচ্ছে তারা ক্ষমতায় টিকে থাকতে চায়।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হয়ে পড়ছে। সীমান্তে হত্যা হচ্ছে। রোহিঙ্গাদের ফিরিয়ে দিতে পারছে না। বাস্তবতা হলো গণতান্ত্রিক ব্যবস্থা না থাকলে দেশে কোনো দিন কোনো কিছু সম্ভব হয় না।’
বিএনপি মহাসচিব আরো বলেন, ‘আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করতে যাচ্ছি। আমাদের সামনে একটাই লক্ষ্য ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে যে মূল চেতনা নিয়ে আমরা লড়াই সংগ্রাম করেছিলাম, লাখ লাখ মানুষ শহীদ হয়েছেন, মা-বোনেরা নির্যাতিত হয়েছেন, অনেক মূল্য দিতে হয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যারা লড়াই করে জীবন দিয়েছেন, তাদের সেই মর্যাদাকে পুনঃপ্রতিষ্ঠা করা।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ড. খন্দকার মোশাররফ হোসেন, সদস্য সচিব আব্দুস সালাম প্রমুখ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন