English

16 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

শুধু নির্বাচন বর্জন নয় বাংলাদেশের সকল মানুষ শেখ হাসিনাকেই বর্জন করেছে: সুব্রত চৌধুরী

- Advertisements -

অবৈধ আওয়ামী সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবীতে, নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে আজ ৭ জানুয়ারি ২০২৪ সারাদেশে ঘোষিত হরতালের সমর্থনে দুপুর ১:৪০ মিনিটে রাজধানীর পুরানা পল্টন মোড় থেকে শুরু করে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণ ঘুরে আবার পুরানা পল্টন মোড় ঘুরে প্রেসক্লাব প্রাঙ্গণে পর্যন্ত বিক্ষোভ মিছিল করে এবং মিছিল শেষে সংক্ষিপ্তি সমাবেশ করে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি।

পুরানা পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, বন্ধুগণ আপনারা এখানে শ্লোগান দিচ্ছেন বর্জন বর্জন আজকের নির্বাচন, শুধু আজকের ডামি নির্বাচন বর্জন নয় বাংলাদেশের সকল মানুষ শেখ হাসিনাকেই বর্জন করেছে। বাংলাদেশর গৌরব গাথা দিনগুলোর সাথে ৭ জানুয়ারি আরেকটি গৌরবের দিন অর্জিত হল, বাংলাদেশের জনগণ শেখ হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে এই ডামি নির্বাচনকে বর্জন ও বয়কট করেছে। ভোট কেন্দ্রে ভোটার নাই জনগণ ভোট দিতে যায়নি, কারা ভোট কেন্দ্রে গেছে শেখ হাসিনা গেছে তার মেয়ে পুতুল ও তার বোন রেহানার ছেলে গেছে। শেখ হাসিনা ভোট দিতে গিয়ে বলে আমি নির্বাচিত হয়েগেছি, জনগণ আমাকে ভোট দিয়েছে!! গত ১৫ বছর ধরে একই কাজ করে যাচ্ছেন, জনগণ আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বহু আগেই, ভোট আর দেয়না। আপনি সারাদিন বলেন আমি নির্বাচিত, জনগণ আমাকে ভোট দিয়েছে, আমি ভোট চুরি করি না! আপনি ভোট চুরি করেন না!! আপনিতো ভোট ডাকাত! গত ১৫ বছরে ভোট ডাকাতির মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টি করেছেন। বাংলাদেশের টোটাল সমাজ ব্যবস্থা, অর্থনীতি, সভ্যতা ধ্বংস করেছেন, বিচার বিভাগকে কুক্ষিগত করেছেন, আইনশৃঙ্খলা বাহিনীকে পুরোদস্তুর দলীয় করণ করেছেন। সকল প্রতিষ্ঠান ধ্বংস করে নির্বাচনী ব্যবস্থাকে ধুলায় মিশিয়ে দিয়েছেন। খাইরুল হকের ফরমায়েশি রায়ের মাধ্যমে এদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে জনগণের ভোটাধিকার হরণ করেছেন। জনগণ শান্তিপূর্ণভাবে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে শামিল হয়েছে অতএব শেখ হাসিনা ও তার দোসরদের একশাথে বাংলাদেশ থেকে বিদায় করবে।

এসময় আরও বক্তব্য রাখেন গণফোরাম নির্বাহী সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম. জগলুল হায়দার আফ্রিক, বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী, মহাসচিব মোঃ আব্দুল কদের, গণফোরাম তথ্য ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু। সঞ্চালনা করেন গণফোরাম ছাত্র বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোঃ সানজিদ রহমান শুভ।

উপস্থিত ছিলেন গণফোরাম রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ মির্জা হাসান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিবুর রহমান বুলু, কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার ইব্রাহীম, ইমাম হোসেন, সোলায়মান অয়ন, প্রদীপ ঘোষ, শাকিল হোসেন, সাইফুল ইসলাম সহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।

বাংলাদেশ পিপলস পার্টির প্রেসিডিয়াম মেম্বার নাজমা আক্তার, ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার, যুগ্ম মহাসচিব মোঃ জসিম সরদার, দপ্তর সম্পাদক আনোয়ার মল্লিক, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোকতাদির সরদার সহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন