মিয়ানমার সীমান্তে সরকার কঠোর নজরদারি করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বাংলাদেশ কারও সঙ্গে কখনও নতজানু আচরণ করিনি, করবো না। কদিন আগে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন। তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে।
আজ রোববার রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় সেন্টমার্টিন পরিস্থিতি নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ উল্লেখ করে তিনি বলেন, পরিস্থিতি সম্পর্কে তার কোনো ধারণা নেই। সেন্টমার্টিনে যে গুলির ঘটনা ঘটেছে, সেটা করেছে আরাকান আর্মি। মিয়ানমারের রাষ্ট্রীয় বাহিনী সেটা করেনি।