মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামী জেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যুগ যুগ ধরে পাশপাশি সম্প্রীতির সাথে বসবাস করছে। তাদের সংখ্যালঘু বলা জাতিকে বিভক্ত করার একটি ষড়যন্ত্র। একটি শয়তানিচক্র ধর্মের ভিত্তিতে মানুষে মানুষে বিভাজন তৈরি করে ফায়দা লুটতে চায়। তারা মানুষের সাথে মানুষের বিবাদ তৈরি করার চক্রান্ত করছে।’
তিনি বলেন, ‘যদি মসজিদ পাহারা দিতে না হয় তাহলে মন্দির কেন পাহারা দিতে হবে।এ দেশে জন্মগ্রহণকারী সকলে দেশের গর্বিত নাগরিক। সবার অধিকার সমান।’
নারীদের প্রসঙ্গে তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে কেউ নারীদের ইজ্জতকে কেউ কাঁচামাল হিসেবে ব্যবহার করতে পারবে না। তাদের পূর্ণ মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। তারা মেধা ও যোগ্যতার ভিত্তিতে সমাজ ও রাষ্ট্রের জন্য অবদান রাখবেন।’