English

24 C
Dhaka
রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
- Advertisement -

বিএনপি পথ হারিয়ে পদযাত্রায় নেমেছে: ওবায়দুল কাদের

- Advertisements -

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে পথ হারিয়ে পদযাত্রায় নেমেছে। রাষ্ট্র পরিচালনায় সরকারের সাফল্যেরর কারণে বিএনপি তাদের পদযাত্রায় লোক নামাতে পারছে না।

মন্ত্রী আজ মঙ্গলবার দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোশাররফ-ফজিলাতুন্নিছা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে তিনি বলেন, ঐক্যই আওয়ামী লীগের বড় শক্তি। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে নির্বাচনে কোন শক্তি নেই আওয়ামী লীগকে হারাতে পারে।

পরে ২৩টি সরকারি উন্নয়ন প্রকল্প এবং কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নতুন কার্যালয় আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী।

এর আগে সকালে ফেনী থেকে সড়ক পথে ছোট রাজাপুর গ্রামে নিজ বাড়িতে পৌঁছে বাবা-মায়ের জিয়ারত করেন তিনি।

দুপুরে নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর কবিরহাটের সোন্দলপুরে বাড়িতে ওবায়দুল কাদেরের সম্মানে আয়োজিত অর্ধলক্ষ মানুষের মেজবান ও সংবর্ধনা এবং কবিরহাট উপজেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মসূচিতে যোগ দেন তিনি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন