ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে পালিত এই বিজয় দিবস অবশ্যই আরো আনন্দময়, গৌরবময় এবং তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ মহান বিজয় দিবস উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ মন্তব্য করেন তারেক রহমান।
বিবৃতিতে তারেক রহমান বলেছেন, ‘ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে পালিত এই বিজয় দিবস অবশ্যই আরো আনন্দময়, গৌরবময় এবং তাৎপর্যপূর্ণ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের ভবিষ্যতের প্রতিটি স্বাধীনতা ও বিজয় দিবস জনগণের প্রতি রাষ্ট্র ও সরকারের দায়িত্বের অঙ্গীকারের প্রতীক হবে।
বৈষম্য ও বিভেদ মুক্ত বাংলাদেশ গড়তে এই ঐক্যকে কাজে লাগাতে হবে। আমাদের মনে রাখা উচিত জনগণের ক্ষমতায়ন ছাড়া জাতীয় ঐক্য শক্তিশালী বা টেকসই হতে পারে না। রাষ্ট্র ও রাজনীতিতে গুনগত পরিবর্তন অর্জনে সংস্কার অনিবার্য। মানুষের অন্তর্বর্তীকালীন সরকারের বাস্তব রোডম্যাপ জানার অধিকার আছে-এটা কি অর্জন করতে পরিকল্পনা করছে এবং সময়সীমার প্রয়োজন।
গণতন্ত্র ও ফ্যাসিবাদের প্রত্যাবর্তন থেকে রাষ্ট্র ও সরকারকে রক্ষা করতে, দৈনন্দিন আমলে গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতিকে উন্নত করা নিয়ম ও বিধান মেনে চলার মতই গুরুত্বপূর্ণ। নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি সংসদ, একটি পাবলিক ম্যান্ডেট এর মাধ্যমে জনগণের আকাঙ্খা প্রতিফলিত করতে প্রতিশ্রুতিবদ্ধ, রাষ্ট্র এবং সমাজ উভয় ক্ষেত্রেই গণতান্ত্রিক শাসনের মূল ভিত্তি হিসেবে কাজ করে। জনগণের রাজনৈতিক শক্তি সত্যিই সুরক্ষিত হয় যখন একটি দায়বদ্ধ সরকার এবং একটি কার্যকরী সংসদ একত্রে কাজ করে।’