প্রায় দেড় মাস কানাডা অবস্থানের পর দেশে ফিরেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। একটি ফ্লাইটে গতকাল শুক্রবার ভোর ৫টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
হানিফের ব্যক্তিগত সহকারী আতিকুল ইসলাম টুটুল এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, দেশে ফিরে আজ সকালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে বঙ্গমাতার কবরে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদনে যোগ দেন হানিফ।
কানাডায় বসবাসরত অসুস্থ বড় ভাইকে দেখতে গত গত ১৯ জুন মাহবুব উল আলম হানিফ কানাডা যান। এ ছাড়া দেশটিতে তার স্ত্রী, ছেলে, মেয়েও থাকেন। কানাডায় পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটিয়ে দেশে ফেরেন হানিফ।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন