৩ দফা দাবি নিয়ে পায়ে হেঁটে গণভবন অভিমুখে পদযাত্রা শুরু করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।
সংসদ ভবনের সামনে (মানিক মিয়া অ্যাভিনিউ) থেকে আজ বিকাল ৪টায় হেঁটে গণভবনের উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি।
সোহেল তাজের দাবি তিনটি হলো:
১. ১০ এপ্রিল প্রথম বাংলাদেশ সরকার গঠনের মাধ্যমে বাংলাদেশ সরকার গঠনের দিনটিকে ‘প্রজাতন্ত্র দিবস’ ঘোষণা করতে হবে।
২. ৩ নভেম্বর জেলহত্যা দিবসকে জাতীয় শোক দিবস ঘোষণা করে রাষ্ট্রীয়ভাবে পালন করতে হবে।
৩. জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধের সব বেসামরিক ও সামরিক সংগঠক, পরিচালক, অমর শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের নাম, অবদান ও জীবনীসহ মুক্তিযুদ্ধের সঠিক ও পূর্ণাঙ্গ ইতিহাস যথাযথ মর্যাদা ও গুরুত্বের সাথে সর্বস্তরের পাঠ্যপুস্তকে ও সিলেবাসে অন্তর্ভূক্ত করতে হবে।
ও সব বাদ দিয়ে জনগণের মৌলিক অধিকার গুলো নিয়ে কাজ করুন নিজের ও জাতির আশাকে রুপদানে সাহায্য করুন
এগুলো পুজোর শামিল। দেশের ৯০% মানুষ এখন দিশেহারা, বাজারের উর্দ্ধগতি, অপশাসন এসবের বিরুদ্ধে কথা বললে আপনাকে জনগন স্যালুট করতো।
সহমত পোষণ করি, অনতিবিলম্বে দাবি বাস্তবায়ন করা হউক।