English

25 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

নবী কখনো ছবি ওঠাননি, আপনারা ওঠান কেন: মাহবুব-উল-আলম হানিফ

- Advertisements -

নবী করিম (সা.) কখনো ছবি ওঠাননি, আপনারা কেন ছবি ওঠান প্রশ্ন তুলে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ‘এরা (ধর্মের অপব্যাখাকারীরা) কথায় কথায় হাদিসের দোহাই দেয়, নবী করিম (সা.) এটা করেননি, ওটা করেননি। নবী করিম (সা.) কখনো ছবি ওঠাননি, আপনারা কেন ছবি ওঠান। নবী (সা.) কোনোদিন প্লেনে ওঠেননি, আপনারা কেন ওঠেন। উনি তো গাড়িতে ওঠেননি, আপনারা কেন গাড়িতে ওঠেন। ইসলাম কখনোই এ কথা বলেনি। ইসলাম হচ্ছে সবচেয়ে সেরা ও যুগোপযোগী ধর্ম।’
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে ‘মুক্তিযুদ্ধের চেতনা ও বর্তমান প্রেক্ষাপট- শিক্ষক সমাজের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সভার আয়োজন করে স্বাধীনতা স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক পরিষদ।
মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘আজকে যারা আমরা মুসলমান দাবি করছি, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ পাক রাব্বুল আলামিন। তাহলে হিন্দু ধর্মের যারা তাদেরকে কে সৃষ্টি করেছে? খ্রিস্টান ধর্মের যারা তাদেরকে কে সৃষ্টি করেছে? বৌদ্ধ ধর্মের যারা মানুষ, তাদেরকে কে সৃষ্টি করেছে? সবই এক আল্লাহ পাক রাব্বুল আলামিন। আমরা যদি মনে করি, আমাদের সৃষ্টি কোরআন অনুযায়ী, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির পরে আমরা কথা বলার কে? কে অধিকার দিয়েছে। আল্লাহ পাকই তো ঠিক করে দিয়েছেন, যার যার ধর্ম সে সে পালন করবে।’
তিনি আরও বলেন, ‘ধর্মনিরপেক্ষতা নাকি ইসলামে জায়েয নয়। ধর্মনিরপেক্ষতা মানে জানতে হবে। ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। যার যার ধর্ম, সে তার মতো পালন করবে। আজকে তারা (ধর্মের অপব্যাখ্যাকারীরা) ইসলামের নাম করে যে ভাষায় কথা বলছে, এর মধ্যে কোনো শান্তির চিহ্ন খুঁজে পাওয়া যায়? যে ভাষায় কথা বলছেন, এদের মধ্যে কোনো সভ্যতা খুঁজে পাওয়া যায়? তারা উগ্র সন্ত্রাসী জঙ্গিবাদী ধরনের কথাবার্তা বলছেন।’
সভায় স্বাগত বক্তব্যে শিক্ষক পরিষদের মহাসচিব তাজুল ইসলাম ফরাজী মুজিব শতবর্ষেই বর্তমান শিক্ষাবান্ধব সরকার দেশের স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলো এমপিওভুক্তির ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেন।
সংগঠনটির সভাপতি এস এম জয়নুল আবেদীনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ সাইদুর রহমান পান্না, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ তেলাওয়াত হোসেন খান ও অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান বক্তব্য দেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন