বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এমপি দলীয় কর্মীদের নিবিড়ভাবে দলের কর্মকান্ডে অংশ গ্রহণের আহ্বান জানিয়ে বলেছেন, দেশবিরোধী কোনো শক্তি যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে।
আজ মঙ্গলবার বিকল্পধারার উদ্যোগে দলের মধ্য বাড্ডার কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
মেজর (অব.) মান্নান এমপি বলেন, দলের সভাপতি রাজনীতির পরিচ্ছন্নপুরুষ সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরীর আদর্শশ বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, দলীয় কর্মীদের নিবিড়ভাবে রাজনৈতিক কর্মকান্ডে অংশ গ্রহণ করতে হবে। তিনি দেশে যেকোনো মূল্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. মহসিন চৌধুরী, যুগ্ম মহাসচিব এনায়েত কবির, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক, বিকল্পধারার পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ সবুজ, বিকল্প যুবধারার সভাপতি আসাদুজ্জামান বাচ্চু, জ্যেষ্ঠ সহ-সভাপতি জাহাঙ্গীর আলম নিশি, সাধারন সম্পাদক মোস্তফা সারোয়ার, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম শিহাব, শ্রমজীবীধারার সাধারণ সম্পাদক আরিফুল হক সুমন, সিরাজদিখান থানা বিকল্পধারার আহবায়ক মো. শাহ আলম আলমাস, শ্রমজীবীধারার সহ-সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, মহিলাধারার সভাপতি আয়েশা সিদ্দিকা দিতি, বিকল্পধারা বরিশাল শাখার আহ্বায়ক আবু হানিফ, সখিপুর উপজেলা বিকল্পধারার আহ্বায়ক আবুল হাসেম দুর্জয়, কমলনগর উপজেলা বিকল্পধারার আহ্বায়ক সিদ্দিকুল্লা, কুমিল্লা জেলা বিকল্পধারার সমন্বয়কারী এ.বি.এম হোসেন আহমদ সরকার, বিকল্পধারা মহাসচিবের একান্ত সহকারী জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ।